ঈদের আগেই শিল্প শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করা হোক। মালিকরা যদি শ্রমিকদের বেতন এবং ভাতা যথাসময়ে পরিশোধ করেন তাহলে শিল্প সেক্টরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক থাকবে। গতকাল উত্তরায় শিল্পাঞ্চল পুলিশের সদর দপ্তরে ঈদ উদযাপনের আগে আইন-শৃঙ্খলা রক্ষা ও শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ সংক্রান্ত শিল্পাঞ্চল পুলিশের সাথে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ’র নেতৃবৃন্দ এবং বেপজা, কলকারখানা অধিদপ্তর, শ্রম অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভায় শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি মাহাবুবর রহমান এসব কথা বলেন।
সভায় আলোচনা শেষে ১১ টি সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হল, শিল্প প্রতিষ্ঠানের মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে ঈদের বোনাস যেন এপ্রিলের শুরুতে দেয়া হয়। ঈদের ছুটির আগেই যেন মার্চ মাসের বেতন দেয়া হয়। ঈদের পূর্বে যুক্তিসংগত কারণ ছাড়া কোন অবস্থাতেই যেন কোন শ্রমিক ছাঁটাই বা লে অফ না করা হয়, এ ব্যাপারে মালিক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। কোন গার্মেন্টেসের মালিক বেতন ভাতা দিতে ব্যর্থ হলে বিকল্প কোন উপায় বের করার জন্য মালিক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। ঈদুল ফিতরে শ্রমিকদের বেতন ভাতাকে কেন্দ্র করে কোন অপশক্তি যেন আইন শৃংখলা অবনতি ঘটাতে না পারে, এ বিষয়ে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে সতর্ক থাকার জন্য সকলকে নির্দেশ দেয়া হয়েছে।
সভায় বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোঃ হাতেম ও বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ হীল রকিব উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলি ইপিজেড ও কোরিয়ান ইপিজেডের প্রতিনিধিগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।