যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস-২০২৪ পালিত হয়েছে মালদ্বীপে। দিবসটি উপলক্ষে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী যথাক্রমে পাঠ করে শোনান কাউন্সিলর(শ্রম) মোঃ সোহেল পারভেজ ও প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা।
প্রধান অতিথি হাইকমিশনার তার বক্তব্যে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গণহত্যায় নিহত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন একদিন এই নারকীয় হত্যাকান্ডের আন্তর্জাতিক স্বীকৃতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তিনি প্রবাসী বাংলাদেশীদের স্বাধীনতার চেতনা ধারণ করে গণহত্যার বিষয়ে স্বীকৃতি আদাযের জন্য প্রচারণা চালানোর জন্য অনুরোধ জানান। ভবিষ্যত প্রজন্মকে গণহত্যা ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে অবহিতকরণের বিষযে তিনি গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ি ২০৪১ সালে উন্নত স্মার্ট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য হাইকমিশনার একযোগে কাজ করার অনুরোধ করেন।
অনুষ্ঠানে গণহত্যা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন।