spot_img

রাজধানীতে পৃথক সড়কে শিশুসহ নিহত তিন

রাজধানী ঢাকার পৃথক তিন এলাকার সড়কে শিশুসহ তিন জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে গতকাল শুক্রবার ভোরের মধ্যে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদপুরে কাভার্ডভ্যানের চাপায় বাবার মোটরসাইকেলে থাকা সন্তান আব্দুলাহ মাহমুদ রিফাত (১১), যাত্রাবাড়ীর কুতুবখালীতে গাড়ির ধাক্কা ভ্যান চালক আবুল কালাম হাওলাদার (৪২) ও বনানীর কাকলিতে মোটরসাইকেলের ধাক্কায় দর্জি শাহজাহান তালুকদার (৬০)।
মোহাম্মদপুরে তিন রাস্তার মোড়ে বৃহস্পতিবার দিবাগত রাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাবার সঙ্গে মোটরসাইকেলে থাকা শিশু সন্তান আব্দুলাহ মাহমুদ রিফাত (১১) ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় ওই শিশুর ভাই ও বাবা। দুই শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুল হাই লিটন।
মোহাম্মদপুর থানার এএসআই আরিফুর রহমান জানিয়েছেন, দুই শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুল হাই লিটন। তিন রাস্তার মোড়ে ময়ূরী ভিলার সামনে পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত আব্দুলাহ মাহমুদ রিফাত (১১)। আহত বাবা ও অপর শিশু ফাহাদকে (১৪) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা কাভার্ট ভ্যানে চালককে আটক করে পুলিশে দিয়েছে।
বনানীর কাকলিতে নিহত শাহজাহান তালুকদারের ভায়রা ভাই অহিদুল ইসলাম বলেন, শাহজাহান পেশায় একজন দর্জি।তিনি বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে কাকলি এলাকায় দ্রæতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে রাত ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত ভ্যান চালক আবুল কালামের মেয়ে লামিয়া জাহান সুমি বলেন, তার বাবা আবুল কালাম যাত্রাবাড়ী এলাকায় রিকশা ভ্যানে মালামাল বহন করতেন। শুক্রবার ভোরে কুতুবখালী এলাকায় অজ্ঞাত কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর হলে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার এসআই মেহেদী হাসান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ