spot_img

অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। জানা গেছে, শুক্রবার সকালে অমিতাভ বচ্চন অসুস্থ হয়ে পড়েন এবং মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন। এর আগে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে অস্বস্তি বোধ করছিলেন, তাই তাকে চেকআপের জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতা এখন ভালো বোধ করছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি।
এর আগে গত বছরের মার্চে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’-এর শুটিং করতে গিয়ে ডান পাজরে গুরুতর আঘাত পান অমিতাভ। সেই সময় টানা কয়েক মাস বিশ্রামে ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে অমিতাভের কবজিতে অস্ত্রোপচার হয়। শারীরিক অসুস্থতা অমিতাভকে অক্টোপাসের মতো ঘিরে ধরলেও এখনো দাপিয়ে কাজ করে যাচ্ছেন ৮১ বছর বয়সী এই অভিনেতা।
কোকিলাবেন হাসপাতালের চিকিৎসকরা গণমাধ্যমকে জানিয়েছেন, অমিতাভ বচ্চন শুক্রবার সকালে হাসপাতালে এনজিওপ্লাস্টি করেছেন। এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ