রাজধানীর মোহাম্মদপুরে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে মোহাম্মদপুরে বাসস্ট্যান্ডের সামনে বছিলার দিকে যেতে তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন বলেন, একটি মোটরবাইকে দুই শিশু যাচ্ছিল। মোটরবাইকের চালক তাদের বাবা। মোটরবাইকটি বছিলার দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে দুই শিশু সড়কে ছিটকে পড়ে। এক শিশুকে পিষ্ট করে কাভার্ড ভ্যানটি পালিয়ে যেতে থাকে। তখন জনতা ধাওয়া করে কাভার্ড ভ্যানটি আটক করে।
ঘটনার পর বাবা ও তার আরেক শিশু সন্তানকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।