বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য জানানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাড়িতে পড়ে যান মমতা ব্যানার্জি। ঘরে থাকা শোকেসের কোনায় মাথা পড়লে কপালে এবং নাকে আঘাত পান তিনি। তার কপাল কেটে রক্ত ঝরতে থাকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দ্রæত এসএসকেএম হাসপাতালে নিয়ে যান তার ভাতিজা অভিষেক ব্যানার্জি এমপি। হাসপাতালে তাকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ট্রমা কেয়ার সেন্টার। মমতা ব্যানার্জির চিকিৎসায় মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তার কপালে সেলাই করা হবে।
প্রকাশ্যে আসা ছবিতে মমতা ব্যানার্জিকে আচ্ছন্ন অবস্থায় দেখা গিয়েছে। যদিও হাসপাতাল সূত্রে জানা যায়, মমতা সংজ্ঞাহীন নেই। তার জ্ঞান রয়েছে। তার সঙ্গে কথাও বলেছেন চিকিৎসকেরা।
মুখ্যমন্ত্রীর দ্রæত আরোগ্য কামনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এক্স হ্যান্ডলে লিখেছেন, মুখ্যমন্ত্রীর দ্রæত আরোগ্য কামনা করছি।