spot_img

ড. ইউনূসের ওপর প্রতিহিংসা বন্ধে ব্যর্থতা সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বাংলাদেশের রাষ্ট্রদূতকে মার্কিন সিনেটর ডিক ডারবিন

শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসা বন্ধের আহŸান জানিয়েছেন মার্কিন সিনেটের মেজরিটি হুইপ ডিক ডারবিন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বার্তায় ডারবিন বলেন, ড. ইউনূসের ওপর প্রতিহিংসা বন্ধে ব্যর্থতা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্বের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।
বুধবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠকের পর সিনেটর ডারবিন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয়। বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের যেভাবে সহায়তা করেছে আমি এর প্রশংসা করি। কিন্তু, ড. ইউনূসের ওপর প্রতিহিংসা বন্ধে ব্যর্থ হলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্বে নেতিবাচক প্রভাব পড়বে। রাষ্ট্রদূত ইমরানের সঙ্গে বৈঠকের সময় আমি ড. ইউনূসকে হয়রানি বন্ধের আহŸান জানিয়েছি।
ডিক ডারবিনের কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. ইউনূসকে ধারাবাহিকভাবে হয়রানির ব্যাপারে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঙ্গে আলোচনা করেছেন ডিক ডারবিন। গত এক দশকের বেশি সময় ড. ইউনূসকে একশোর বেশি অপ্রমাণিত মামলার মুখোমুখি হতে হয়েছে। তাকে হয়রানির নিন্দা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ শতাধিক নোবেল বিজয়ী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৩ সালে ড. ইউনূসকে কংগ্রেশনাল গোল্ড মেডাল পুরস্কার দেওয়ার বিষয়ে মার্কিন কংগ্রেসে ডিক ডারবিন প্রধান ভ‚মিকা রেখেছিলেন। এই পুরস্কার বৈশ্বিক দারিদ্র দূর করতে অধ্যাপক ইউনূসের অগ্রবর্তী ভ‚মিকার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ডিক ডারবিনসহ ১২জন মার্কিন সিনেটর ড. ইউনূসকে হয়রানি বন্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি লিখেছেন। ওই বৈঠকে চিঠিটি হস্তান্তর করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ