spot_img

জামালপুরে বালিবাহী ড্রাম্প ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে একজন নিহত

জামালপুরে বালিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী এক নারী নিহত হয়েছে। এসময় নিহতের ছেলে ও চালকসহ তিন জন গুরুত্বর আহত হয়েছে। ১৩ মার্চ (বুধবার) দুপুরে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জোকারপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের কালিদহেরপাড়া গ্রামের জুরান শেখের স্ত্রী মর্জিনা বেগম ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য ছেলে মারুফ হোসেনকে সাথে নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে জামালপুর শহরে যাচ্ছিলেন। ইজি বাইকটি জোকারপাড়া মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালিবাহী একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মর্জিনা বেগম(৩৫) নিহত হন। এসময় নিহত মর্জিনা বেগমের ছেলে মারুফ হোসেন(১৪), ইজিবাইকের চালক আকাশ(২৮) ও অজ্ঞাত এক যাত্রী(৩০) গুরুতর আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। গুরুত্বর আহত মারুফ হাজিপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং চালক আকাশ কেন্দুয়া ইউনিয়নের সোনাকাতা গ্রামের হেলালের ছেলে। অপর আহত যাত্রীর পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, ঘাতক ট্রাকটি আটক করা হলেও। টাকের চালক পালিয়ে গেছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ