বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী। গতকাল মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব উজ্জ্বল কুমার ঘোষের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক অতিরিক্ত দায়িত্বভাতা প্রাপ্ত হবেন। এটি আগামী ১৩ মার্চ থেকে কার্যকর হবে।