শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত হওয়ায় শিক্ষামন্ত্রণালয়ের জারি করা পূর্বের নোটিশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা অনুসারে ১৫ রমজান পর্যন্ত খোলা থাকবে। ফলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৫ মার্চ পর্যন্ত খোলা থাকবে।
সংশোধিত সূচি ও ২০২৪ সালের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র রমজানসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, জুমাতুল বিদা, শবে কদর, ঈদুল ফিতর, বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে ২৬ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত স্কুল ছুটি থাকবে। সরকারি বেসরকারি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক স্কুল সরকারি বেসরকারি কলেজও এই সূচি অনুযায়ী ছুটি থাকবে। তবে শিক্ষা ক্যালেন্ডার অনুযাযী, সরকারি বেসরকারি মাদ্রাসা বন্ধ থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত।
প্রাথমিক বিদ্যালয় : প্রাথমিক বিদ্যালয়গুলো রমজানের প্রথম ১০ দিন খোলা থাকবে। ফলে ২১ মার্চ পর্যন্ত স্কুল চলবে। তবে স্কুলগুলো নতুন সূচিতে পাঠদান করাবে। নতুন সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে।
২০২৪ সালের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র রমজানসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, জুমাতুল বিদা, শবে কদর, ঈদুল ফিতর, বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে ২২ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে।
ডাবল শিফট: যেসব স্কুলে ডাবল শিফট রয়েছে সে স্কুলগুলোকে নিজেদের সুবিধামত উপায়ে পাঠদান করতে বলা হয়েছে। গতকাল শিক্ষামন্ত্রনালয় থেকে জানানো হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ডাবল শিফট চালু রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা প্রভাতি ও দিবা শিফটে পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিজেদের সুবিধাজনক উপায়ে সময়সূচি নির্ধারণ/ সমন্বয় করতে পারবেন