spot_img

রমজানে প্রাথমিক/মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত

পবিত্র রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত দেবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ওই আবেদনের উপর শুনানি হবে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম গতকাল সোমবার এই আদেশ দেন।
এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত স্থগিত করে দেন। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গতকাল ওই আবেদনের পক্ষে চেম্বার আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এবং রিটকারী পক্ষে ছিলেন এ কে এম ফয়েজ। রিটকারী পক্ষের কৌসুলি বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত না হওয়ায় আজ মঙ্গলবার স্কুল বন্ধই থাকবে।
গত ৮ ফেব্রæয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক আসন্ন পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই দুটি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শফিউর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি। রিটে বলা হয়, যানজট, শিশুদের মধ্যে রোজা রাখার চর্চা গড়ে তোলা, রোজা রেখে ক্লাস করা কষ্টের ইত্যাদি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ