রাজধানীর চকবাজারে জুতা তৈরির একটি ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে বেড়িবাঁধ সংলগ্ন কালামবাগের সোয়ারীঘাটে অবস্থিত মধুমতি রাবারের জুতার ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট গিয়ে ৪০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় আড়াই লাখ টাকার জুতা, জুতা তৈরির কাঁচামাল ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
৫ম তলা বিশিষ্ট ভবনটির ৫ম তলায় আগুনের ঘটনা ঘটে। ভবনটির তৃতীয় তলা পর্যন্ত পাকা, চতুর্থ ও পঞ্চম তলার ফ্লোর পাকা আর বেড়া টিনশেডের। নিচ তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত জুতা তৈরি ও প্রসেসিংয়ের কাজ করা হয়। ওপরের দুই তলায় তৈরিকৃত জুতা গুদামজাত করে রাখা হয়। মূলত পঞ্চম তলায় গুদামজাত করে রাখা দুটি গুদাম ঘরে আগুন লাগার ঘটনা ঘটে।
ফ্যাক্টরিটির মালিক হাজী মফিজ উদ্দিন জানান, তার কারখানায় রাবারের জুতা তৈরি করা হয়। জুতা তৈরি করা হয় নিচ তলায়। কিন্তু পঞ্চম তলার গোডাউনে আগুন লাগার কথা নয়। তারপরও কিভাবে লেগেছে, সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
ফ্যাক্টরির বেশ কয়েকজন কর্মচারীর ধারণা, জলন্ত সিগারেট কিংবা শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে দুটি গোডাউন পুড়ে গেছে। এতে আড়াই লাখ টাকার জুতা, জুতা তৈরির বিভিন্ন কাঁচামাল এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ৭০ লাখ টাকা সমমূল্যের মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে।