spot_img

আর্ন্তজাতিক নারী দিবস পালন

বৈষম্যপূর্ণ পারিবারিক আইন বিলোপ ,সম্পত্তিতে সমান অধিকার প্রতিষ্টার দাবি এবং নারীর এগিয়ে যাওয়ার পথে বাধা দূর করতে বিনিয়োগের আহবান জানিয়ে পালিত হয় আর্ন্তজাতিক নারী দিবস পালন।
গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে রাষিট্রয় ও উন্নয়ন এবং মানবাধিকার ও নারী অধিকার সংস্থার নানা আয়োজনে এই দাবি উঠে আসে।
সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সমাবেশ
দেশের সংবিধান নারীকে সমান অধিকার দিলেও আইন তা দিচ্ছে না।পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী নির্যাতন, পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন সামাজিক নিপীড়ন ও সহিংসতার ঘটনা ঘটছে পারিবারিক সম্পদ-সম্পত্তিতে নারীর সমান অধিকার না থাকার কারনে। বৈষম্যপূর্ণ পারিবারিক আইন নারীর এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা বলে মনে করেন সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সমাবেশে বক্তরা। বিকেলে “ বৈষম্যপূর্ণ পারিবারিক আইন পরিবর্তন করো, নারীর অগ্রসর হওয়ার প্রতিবন্ধকতা দূর করতে বরাদ্দ বৃদ্ধি করো”- শীর্ষক সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোবা যাত্রার আয়োজন থাকে।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, ২০০ বছরের অধিক সময় ধরে বিভিন্ন ইস্যূতে চলমান আন্দোলনের মধ্য দিয়ে নারী সমাজ সংগঠিত হয়েছে। ২০৩০ সালের মধ্যে স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রাকে নিশ্চিত করতে হলে নারী- পুরুষের বৈষম্য দূর করতে হবে; বিভাজন, হিংসাপূর্ণ , ধর্মান্ধতাপূর্ণ সমাজকে মুক্ত করতে হলে প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করতে হবে, সামাজিক ধ্যান ধারণা- মনন্তাত্বিক দিক পরিবর্তনে কাঠামো গড়ে তুলতে হবে বিনিয়োগের মধ্য দিয়ে। অনুষ্ঠানে আলো বক্তব্য রাখেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী। ঘোষণাপত্র পাঠ করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি ও সমন্বিত উন্নয়ন কর্মসূচির পরিচালক নবনীতা চৌধুরী। সমাবেশে অভিন্ন পারিবারিক আইন ও সম্পদ সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিত করাসহ ১৩টি দাবি তুলে ধরা হয়।
বৈষম্য-দারিদ্রের অবসানে চাই নারীর জন্য র্পযাপ্ত বিনিয়োগ
উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদশে আসীন হলেও পিছিয়ে আছে নারী। অথচ বাংলাদশের অগ্রযাত্রায় নারীর শ্রমশক্তি অন্যতম ভূমিকা পালন করেছে। এই শ্রমশক্তির ওপর ভর করেই বাংলাদশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে এবং বৈষম্য-দারিদ্রের অবসানে প্রয়োজন নারীর জন্য পর্যাপ্ত বিনিয়োগ। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স বাংলাদেশের নারী কমিটি ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও র‌্যালিতে বক্তারা এ সব কথা বলেন।
মানববন্ধন সঞ্চালনা করেন এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স বাংলাদেশ এর নারী কমিটির সদস্য রোজিনা আক্তর সুমি। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স বাংলাদেশ এর নারী কমিটির আহŸায়ক রেহানা আক্তার ডলি, বক্তব্য রাখেন ,এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স বাংলাদেশ এর জাতীয় কমিটির সভাপতি আবুল হোসেন।
প্রতিবন্ধী নারীর ন্যায্যতা আদায়ে সাংসদদের ভ‚মিকা রাখার আহবান
নারী বঞ্চিত হলে প্রতিবন্ধী নারী বঞ্চিত হয় আরো কয়েকগুন বেশি। কিন্তু তাদের জন্য ন্যায্যতার ভিত্তিতে অথিকার আদায়ের প্রচেষ্টা নেই বলেই চলে। সংসদে তাদের দাবি তুলে না ধরলে অবস্থার পরিবর্তন হবে না বলে মনে করেন ডিসএবলড ওয়েলফেয়ার সোসাইটি ডিডবিøউএস এর আয়োজনে সি আর পি হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তরা। সাইটসেভার্স ইন্টারন্যাশনাল (সমতার বাংলাদেশ ক্যাম্পেইন)-এর সহায়তায় অনুষ্ঠানের সহআয়োজক ছিলো এনসিডিডবিøউ। অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রতিবন্ধী নারীর সংসদে আসন হলে তাদের অধিকার আদায় সহজ হবে। অনেক প্রতিবন্ধী ব্যক্তির চাকরি হলেও তা টেকসই হয় না। তাই নীতি-নির্ধারকদের মনোযোগ আকষংনে জোর দেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাইটসেভার্স ইন্টারন্যাশনাল হেড অব দ্যা ক্যাম্পেইনতসা মাফি,সিডিডির নিবাহী পরিচালক এইচ এম নোমান খান,এডিডি ইন্টারন্যাশনালের এমিয়া রিজন ডিরেক্টর সফিকুল ইসলাম ডিডবিøউএস এর নিবার্হী পরিচালক মর্জিনা আহমেদ প্রমূখ।
বাফওয়া’র আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন
৭ বরেণ্য নারীদের সম্মাননা প্রদান
৭ বরেণ্য নারীদের সম্মাননা প্রদান এবং নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করলো বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্যকে তুলে ধরা হয় বাফওয়া ও আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী তাহমিদা হান্নান এর দিক নির্দেশনায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রলণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, এমপি । অনুষ্ঠানের সম্মননা প্রাপ্ত ৭ জন বরেণ্য নারীদের ব্যক্তিগত সফলতার স্মৃতিচারণ করা হয় ,পরে তাদের হাতে সম্মননা ক্রেস্ট তুলে দেন নাহিদ ইজাহার খান, এমপি।
নারী দিবসে অন্ত:সত্ত¡া মায়েদের স্ট্রেচ মার্ক প্রিভেনশনওয়্যার উন্মোচন করল সিক্রেট সেইভিয়ার্স
দেশের অন্তঃসত্ত¡া মায়েদের জন্য স্ট্রেচ মার্ক প্রিভেনশনওয়্যার উন্মোচন করেছে বিশ্বের এক নম্বর স্ট্রেচ মার্ক প্রিভেনশনওয়্যার ব্র্যান্ড সিক্রেট সেইভিয়ার্স। আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে রাজধানীর গুলশান ক্লাবে গতকাল এক অনুষ্ঠানে এর উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও সার্জন এবং অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ-ওজিএসবি’র সভাপতি অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান, জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফারহানা আহমাদ, শীর্ষস্থানীয় নারী নেতৃবৃন্দ, স্বনামধন্য মেডিকেল প্রফেশনাল ও অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও নারীপক্ষ’র ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে বছরব্যাপী আয়োজন “মোরা আকাশের মত বাধাহীন” এর অংশ হিসেবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে,ধানমন্ডি লেক এলাকার রবীন্দ্র সরোবরে বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত “মোরা আকাশের মতো বাধাহীন” নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সকাল ১১টায় আলোচনাসভা অনুষ্ঠিত হয় জিপিও’র সামনে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে কর্নেল তাহের মিলনায়তনে। জাতীয় গামেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত নারী শ্রমিক শোভা-যাত্রা অনুষ্ঠিত হয় সকাল ১১ টায় পল্টন মোড় থেকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ