বরিশাল কীর্তনখোলা নদীর চরআবদানি এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে এ মরদেহ উদ্ধার হয়। নিহতের নাম তানভী আহমেদ। সে (তানভীর) ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা। চরমোনাইর মাহফিলে এসে এমভি আচল লঞ্চের ২০২ নম্বর কেবিনে থাকতেন তানভীর (২৫)। গত ১ মার্চ বেলা ১১ টার দিকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তানভীর। নিখোঁজের তিন পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২ মার্চ কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। সোমবার সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে কোতয়ালী, কাউনিয়া থানা, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা তানভীরের মরদেহ উদ্ধার করে।
বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানিয়েছেন, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।