spot_img

বগুড়ায় অবিস্ফোরিত ৩টি গ্রেনেড উদ্ধার

বগুড়া শহরের স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদারপাড়া এলাকার একটি বাড়ির আঙিনা থেকে অবিস্ফোরিত তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ গ্রেনেড উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধেও সময় এসব গ্রেনেড পোতা ছিল।
গ্রেনেড পাওয়া বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, ‘কয়েক দিন ধরে আমার বাড়ির সংস্কারের কাজ চলছে। বাড়ির পাশেই কিছু মাটি নেওয়ার জন্য মাটি খুঁড়তে একসঙ্গে তিনটা গ্রেনেড পাওয়া যায়। পরে তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় এখানে আর্মিদের ক্যাম্প ছিল। মনে হচ্ছে এ গ্রেনেডগুলো সেই সময়কার।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ‘তিনটি গ্রেনেড সাদৃশ্য অবিস্ফোরিত বস্তু পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে এগুলো অনেক পুরাতন। ঢাকায় বোম্ব^ ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এলে এগুলো নিস্ক্রিয় করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ