spot_img

সাজা খাটা শেষ হওয়ায় কারাবন্দি ১৫৭ বিদেশিকে প্রত্যাবাসনের নির্দেশ

বিভিন্ন অপরাধে সাজাভোগের পরও দেশের কারাগারগুলোয় আটক থাকা ১৫৭ জন বিদেশিকে অবিলম্বে প্রত্যাবাসনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে কারা অধিদপ্তরের প্রতিবেদন উপস্থাপনের পর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।
কারাবন্দিদের মধ্যে ১৫০ জন ভারতের, পাঁচজন মিয়ানমারের এবং একজন করে পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ১৯ জন নারী।
কারাবন্দি এই বিদেশি নাগরিকরা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, পাসপোর্ট আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দন্ডিত হয়েছেন। ইতিমধ্যে সাজাভোগ শেষ হয়েছে।
রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত বলেন, সাজা খাটা শেষ হলেও অন্য দেশের নাগরিক হওয়ায় সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে একটি প্রক্রিয়ার মধ্যে এসব ব্যক্তিদের নিজ দেশে প্রত্যাবাসন করতে হয়। সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের মুক্তি দেওয়া সম্ভব নয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ