spot_img

সরকারই সিন্ডিকেট টিকিয়ে রাখছে—গণতন্ত্র মঞ্চ

বিএনপির মিত্র জোট ‘গণতন্ত্র মঞ্চ’-এর নেতারা অভিযোগ করে বলেছেন, বুধবার গণতন্ত্র মঞ্জের কর্মসূচিতে পুলিশের হামলার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ। তিনি এই ডামি-সিন্ডিকেটের অগণতান্ত্রিক সরকারের গদি রক্ষার্থে এখন সব বিষয়েই কথা বলা শুরু করছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবির শান্তিপূর্ণ সমাবেশকে মন্ত্রী বলছেন- বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নাকি করা হয়েছে। লুটপাটের সাথে জড়িত সিন্ডিকেট টিকিয়ে রাখতেই যে ওনারা মরিয়া হয়ে আবোল তাবোল বলছেন, বুধবারের হামলাই সেটা প্রমাণ করে। আমরা বহুবার বলেছি- সিন্ডিকেটের মূল হোতা এই সরকার, ফলে তারা সিন্ডিকেট টিকিয়ে রাখছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে শরিকদল রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশি হামলা ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ বিষয়ক সমম্বয়ক দিদারুল ভ‚ঁইয়া। সংবাদ সম্মেলনে প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমম্বয়কারী আবুল হাসান রুবেল।
সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সরকার যে পুলিশের মাধ্যমে দমন-পীড়ন করেই লুন্ঠনের রাজত্ব টিকিয়ে রাখতে চায় সেটির প্রকৃত উদাহরণ বুধবারের হামলা। এই মুহ‚র্তে জনগণের প্রাণের দাবি দ্রব্যমূল্য কমাতে হবে, সেই দাবিতে সমাবেশে পুলিশ নির্বিচার হামলা করেছে। ভয়-ভীতি দেখিয়ে সরকার জনগণের গণতান্ত্রিক সংগ্রামকে দমিয়ে রাখতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই হামলা-নির্যাতন করে জনগণের সংগ্রাম থামানো যাবেনা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ