spot_img

মার্চ থেকে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ হার হবে ১৩.১১ শতাংশ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির সিদ্ধান্তের আলোকে গত ২০২৩ সালের জুলাই মাসে ‘স্মার্ট’ সুদহার চালু করে বাংলাদেশ ব্যাংক। ওই মাসটিতে প্রথমবার জুন মাসের জন্য ‘স্মার্ট’ রেট ছিল ৭ দশমিক ১০।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফেব্রæয়ারি মাসের স্মার্ট সুদহার হবে ৯ দশমিক ৬১ শতাংশ। আগের মাস জানুয়ারিতে যা ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ। এর আগে একক মাস হিসেবে স্মার্ট সুদহার সর্বোচ্চ বেড়েছিল গত জানুয়ারি মাসে ৫৪ বেসিস পয়েন্ট। আগামী মার্চ থেকে নতুন ঋণ বিতরণে স্মার্ট’ সুদহার ৯.৬১ শতাংশ ধরতে হবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংক একই সময়ে আরেক সার্কুলারে জানিয়েছে, এখন থেকে ব্যাংকগুলো ‘স্মার্ট’ সুদহারের সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৫০ শতাংশ মার্জিন যোগ করতে পারবে, এতোদিন যা ছিল তিন দশমিক ৭৫ শতাংশ। নতুন এ সিদ্ধান্তে ব্যাংকের মার্জিন কিছুটা কমানো হলেও আগামী মার্চ থেকে গ্রাহক পর্যায়ে ঋণ সুদহার হবে ১৩ দশমিক ১১ শতাংশ। এতে গ্রাহক পর্যায়ে এক মাসে ঋণ সুদহার বাড়লো ৬৮ বেসিস পয়েন্ট। ফেব্রæয়ারি মাসে যা ছিল সর্বোচ্চ ১২ দশমিক ৪৩ শতাংশ। নিয়ম অনুযায়ী, ফেব্রæয়ারি মাসের ‘স্মার্ট’ সুদহার প্রযোজ্য হবে মার্চ মাসে বিতরণ করা নতুন ঋণের বেলায়।
মুল্যস্ফীতির নিয়ন্ত্রণে গত জুলাই থেকে ‘স্মার্ট’ রেট ও ব্যাংকের মার্জিন হার বেড়ে চলছে। এবারই প্রথমবার ব্যাংকের মার্জিন কমানোর সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক। ‘স্মার্ট’ রেট প্রকাশের পর থেকে এ পর্যন্ত আট মাসে বাড়ল দুই দশমিক ৫১ বেসিস পয়েন্ট বা ৩৫ দশমিক ৩৫ শতাংশ।
মুদ্রানীতির আধুনিকায়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা চালু করতে আইএমএফ এর শর্ত বাস্তবায়নে গত জুলাই মাস থেকে স্মার্ট সুদহার করিডোর চালু করে বাংলাদেশ ব্যাংক।
প্রতি ছয় মাসের ট্রেজারি বিল ও বন্ডের গড় সুদহার বের করে হিসাব করা হয় ‘স্মার্ট’ রেট। প্রতি মাসের শেষে বা প্রথম দিনে স্মার্ট সুদহার কতো হবে তা জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। যা পরবর্তী মাসে বিতরণ করা নতুন ঋণের জন্য প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুনের ধারাবাহিকতায় জুলাইয়ে মাসেও স্মার্ট সুদহার ছিল ৭.১০ শতাংশ, অগাস্টে তা সামান্য বেড়ে ৭. ১৪ শতাংশ, সেপ্টেম্বরে ৭.২০ শতাংশ, অক্টোবরে ছিল ৭.৪৩ শতাংশ, নভেম্বরে ৭.৭২ শতাংশ, ডিসেম্বরে ৮.১৪শতাংশ ও জানুয়ারিতে যা ছিল ৮.৬৮ শতাংশ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রি-শিপমন্টে রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণে ব্যাংক সুদহার নির্ধারণ করতে পারবে স্মার্ট সুদহারের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক ৫ শতাংশ যোগ করে, এতোদিন যা ছিল দুই দশমিক ৭৫ শতাংশ আর এর সঙ্গে ১ শতাংশ হারে সার্ভিস চার্জ নিতে পারবে এসএমই ঋণের বিপরীতে। এটিতে মার্জিন আগের মতোই রেখেছে বাংলাদেশ ব্যাংক।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ