spot_img

শপথ নিয়ে অধিবেশনে যোগ দিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপিরা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি মহিলা আসনে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে তিনটায় সংসদ ভবনের শপথ কক্ষে তাদেরকে শপথ পাঠ করান সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর বিকাল পৌণে পাঁচটায় শুরু হওয়া সংসদের অধিবেশনে যোগ দেন মহিলা আসনের এমপিরা। সংরক্ষিত আসনের ৫০ জনের শপথ গ্রহণের মধ্য দিয়ে দ্বাদশ সংসদের পুরো ৩৫০টি আসন পূর্ণ হয়েছে।


শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল।
শপথ অনুষ্ঠানে প্রথমে শপথ নেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত ফজিলাতুন নেসা, তারানা হালিম, ওয়াসিকা আয়শা খান, বেগম মন্নুজান সুফিয়ান, মেহের আফরোজ চুমকি, আরমা দত্ত, শবনম জাহান, শাম্মী আহমেদ, ফরিদা ইয়াসমিন, নাহিদ ইজাহার খান, অপরাজিতা হক, নাজমা আকতার, ফরিদুন্নাহার লাইলী, জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ, ডা. রোকেয়া সুলতানা ও সানজিদা খানমসহ ৪৮ জন। পরে পৃথকভাবে শপথ নেন জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে নির্বাচিত দুইজন- সালমা ইসলাম ও নুরুন নাহার বেগম। শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। শপথ গ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ৫০ নারী এমপি শপথ বইয়ে স্বাক্ষর করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ