সিলেট নগরীর ওয়ার্ড ৪ নং ওয়ার্ড কমিশনার শেখ তোফায়েল আহমদ শেপুলের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নাসরিন আহমদ। তিনি একই সাথে তার ও তার লোকজনের বিরুদ্ধে বাসা দখলের অভিযোগ করে সিলেট প্রেসকèাবে সাংবাদিক সম্মেলন করেন। তবে কাউন্সিলার শেপুল এ অভিযোগ অস্বীকার করেছেন। অবস্য প্রবাসী নাসরিন এ বিষয়ে সিলেট বিমানবন্দর থানায় জিডি করেছেন।
একাধিক সূত্র জানায়, এমনকি ছাত্র সংঘটন থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের কমিটি আনতে গেলেও উ”চ পর্যায়ে চাঁদা লাগে। অনেক ক্ষেত্রে চাঁদার অপর নাম হয় ‘অনুদান’। নানা ¯’রে চাঁদাবাজির ঘটনার সাথে পার্দার আড়ালে রয়েছে ক্ষমতাসীন দল বা কোন ¯’ানে সরকারীদল বিরোধী দলের এক শ্রেনীর দুষ্টু নেতা কর্মীরা। তাই অনেকেই প্রতিবাদ করতে সাহস পান না। নিরবে চাঁদা দিয়ে মান-সম্মান রক্ষা করেন।
সিলেট ডিআইজি রেঞ্জ অফিসের পুলিশ সুপার ( এডমিন এডমিন এÐ ফিনান্স) জিদান আল মুসা বলেন, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মের বিষয়ে পুলিশ অত্যন্ত সতর্ক। তিনি বলেন, সিলেটে ঐভাবে বড় আকারের চাঁদাবাজির ঘটনা নেই। তবে এ বিষয়ে আমরা জিরো টলারেন্সে। তিনি এও বলেন, কেউ অভিযোগ করলে অপরাধীর ছাড় নেই।