spot_img

রিহ্যাব নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদ জয়ী

আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের ২০২৪-২৬ মেয়াদের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম মিলে ২৯টি পরিচালক পদের বিপরীতে ব্যবসায়ী ঐক্য পরিষদ ২৫টি পদে জয় পেয়েছে। এর মধ্যে ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে মো. ওয়াহিদুজ্জামান এবং লিয়াকত আলী ভুইয়ার প্যানেল। চট্টগ্রামে তিনটি পরিচালক পদের মধ্যে দুটিতে জয় পেয়েছে তারা।
ব্যবসায়ী ঐক্য পরিষদের এই প্যানেলের নেতৃত্বে আছেন জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওয়াহিদুজ্জামান। তিনি সর্বোচ্চ ২৪৮ ভোট পেয়েছেন।
এ ছাড়া হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্বাধীন জয় ধারা প্যানেলের দুজন প্রার্থী জয়ী হয়েছেন। আর ডেভেলপারস ফোরাম প্যানেলের একজন জয়ী হয়েছেন। অন্যদিকে নব জাগরণ প্যানেলের কেউ জয়ী হতে পারেননি। স্বতন্ত্র প্রার্থীরাও কেউ জয়ের মুখ দেখেননি।
গতকাল রাজধানীর খামারবাড়ীতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়। ছয় ঘণ্টা ধরে বিরতিহীনভাবে ভোট চলে। এ সময় মোট ৪৭৬ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোট দেন। অর্থাৎ ভোট পড়েছে প্রায় ৮৬ শতাংশ। ভোট গ্রহণ শেষে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় ভোটের ফলাফল প্রকাশ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত কুমার দের নেতৃত্বাধীন নির্বাচন বোর্ডের সদস্যরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ