পবিত্র শবেবরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আজ সোমবার সকাল থেকে দু-দেশের মধ্যে আমদানী রপ্তানী বানিজ্য বন্ধ রয়েছে।
বেনপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান সরকারী ছুটি থাকায় সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানী রপ্তানী বানিজ্য বন্ধ রয়েছে। ভারতের পেট্রাপোল সি এন্ড এফ ওয়েল ফেয়র এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র আমদানী রপ্তানী বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল আজিজ ও বন্দরের উপ -পরিচালক রেজাউল ইসলাম জানান সকাল থেকে দু-দেশের মধ্যে আমদানী রপ্তানী বানিজ্য বন্ধ রয়েছে। মঙলবার সকাল থেকে আবার যথানিয়মে চালু হবে দু-দেশের মধ্যে আমদানী-রপ্তানী বানিজ্য।
তবে দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশ ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বিশ্বাস। আমদানী রপ্তানী বন্ধ থাকায় দু-দেশে পণ্য বোঝাই শত শত ট্রাক দাঁড়িয়ে রয়েছে।