রাজধানীর উত্তরায় বকেয়া বেতনের দাবিতে তৈরি পোশাক কারখানার মালিকের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ম্যাগপাই নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা। গতকাল শনিবার সকাল ১০টা থেকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৩৮ নম্বর বাসার সামনে তারা অবস্থান নেয়।
ম্যাগপাই নিটওয়্যার লিমিটেডের আয়রন ম্যান ফারুক হোসেন জানান, ম্যাগপাই নিটওয়্যার লিমিটেড একটি সোয়েটার কারখানা গত ৪ জানুয়ারি বন্ধ করে দেওয়া হয়। এর মালিক মজুমদার আরিফ। বন্ধ করে দেওয়া হলেও কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। কেউ চার মাস, আবার কেউ তিন মাসের বেতন পান। গতকালও কাউকে কাউকে নিয়ে কারো এক মাস, কারো ২০ দিনের বেতন দিয়েছেন। অনেকে বেতন পরিশোধ করবেন বলে কথা দিলেও তা দেননি। তাই বাধ্য হয়ে মালিকের বাসার সামনে অবস্থান নিয়েছি।
বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক কবির হোসেন জানান, তারা গতকাল থেকে বাসার সামনে অবস্থান করছেন। রাতেও বাসার সামনে ছিলেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত মালিক আসেনি। তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
এদিকে, ম্যাগপাই নিটওয়্যার লিমিটেডের মালিক মজুমদার আরিফ বাসায় না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।