রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় দুই বছর আগে ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করে খাল উদ্ধারের পর এবার রামচন্দ্রপুর লাউতলা খালের পাড়ে ১০ তলা একটি ভবন গুড়িয়ে দিয়েছে ডিএনসিসি। প্রায় ৩ কিলোমিটার এ খালের প্রস্থ্য ১০০ মিটার। এ ১০০ মিটারের মধ্যে সব স্থাপনা ক্রমান্বয়ে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র। গতকাল শুক্রবার উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি বলেন, কোন অবৈধ দখলদারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হবে না। খালের উপর কিভাবে এত বড় ভবন উঠলো প্রশ্ন তার। এটির পেছনে অবশ্যই রাজউকের অবহেলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে ক্যাসিনোকাÐে আটককৃত স্থানীয় কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবসহ সরকারদলীয় কিছু লোক লাউতলা বাজার এলাকায় খালে মাটি-বর্জ্য ফেলে ভরাট করেন। সেখানে তৈরি করেন ট্রাক স্ট্যান্ড। ২০২২ সালের জানুয়ারীতে সেই স্ট্যান্ড উচ্ছেদ করে ডিএনসিসি। সেখানে খনন করে পানি প্রবাহ স্বাভাবিক করা হয়। এবার খালের উপর ব্রীজের উপর পাশে খালের মোহনায় অবৈধভাবে দখল করে গড়ে উঠা ভবন ও স্থাপনা উচ্ছেদে নেমেছে ডিএনসিসি। অভিযান শুরুর আগে সকাল পৌনে ১০টার দিকে বছিলায় অবস্থিত পশ্চিমাঞ্চল পুলিশ লাইন মাঠে (বছিলা ট্রেনিং একাডেমি) ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের শপথবাক্য পাঠ করান। সকাল ১০টার দিকে রামচন্দ্রপুর খাল পরিষ্কারের কাজ শুরু হয়। এ সময় স্বেচ্ছাসেবীদের উৎসাহ দিতে মেয়র মো. আতিকুল ইসলাম হাতে গøাবস পরে নিজে খালে নেমে ময়লা পরিষ্কারের কাজ করেন। জনগণকে সঙ্গে নিয়ে মৃত এই খালকে আবার জীবিত করতে চান বলে জানান ডিএনসিসি মেয়র।
বেলা ১১টার দিকে রামচন্দ্রপুর ও লাউতলা খালের পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান শুরু হয়। প্রথমে খালের মোহনার জায়গা দখল করে বানানো একটি আধপাকা ও একটি পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় খালের পাড়ে নির্মাণাধীন ১০ তলা ভবন ভাঙার কাজ। ডিএনসিসির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা খালের সীমানা মেপে দেখেন নির্মাণাধীন ভবনটির ৭০ ভাগই খালের জায়গার ওপর বানানো হয়েছে। এ কারণে নির্মাণাধীন ভবনটির অবৈধ অংশ ডিএনসিসি ভেঙে ফেলার উদ্যোগ নেয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয়টি বিশেষ বুলডোজার ও এক্সেভেটরসহ অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ ভবন ভাঙার কাজ করা হয়। খালের সীমানায় অবৈধভাবে গড়ে তোলা ভবন ভাঙার কাজ চলমান থাকবে বলে জানান ডিএনসিসির সম্পত্তি বিভাগ।
খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, রাস্তা ঘাট ডুবে যায়। কারণ খাল দিয়ে পানি প্রবাহিত হতে পারে না। ময়লা ফেলে খালগুলোকে ধ্বংস করে ফেলেছে। খাল পুনরুদ্ধারে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই।’
মেয়র বলেন, ‘এর আগে মিরপুর প্যারিস খাল, সূতিভোলা খালে অভিযান করেছি। গত দুইবছর আগে এই মোহাম্মদপুরেই লাউতলা খালে অবৈধভাবে গড়ে তোলা ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করে আমরা গাছ লাগিয়ে দিয়েছি। সেখানে এখন সবুজায়ন হয়েছে৷ পাশেই বাউন্ডারি ওয়াল দিয়ে একটি মাঠ নির্মাণ করে দিয়েছি। আজ রামচন্দ্রপুর খালে অভিযান শুরু করেছি। এটি প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ও প্রায় ১০০ ফুট প্রশস্ত খাল। খালের সীমানার ভিতরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
ভবন উচ্ছেদের বিষয়ে ভবন মালিকরা জানান, সিএস ও সিটি জরিপের মধ্যে পার্থক্য থাকায় তারা ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া সরকারী সংস্থ্যা থেকে অনুমতি নিয়েই তারা ভবন নির্মাণ করছিলেন।