spot_img

সপ্তম সানেম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলন

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকনোমিক মডেলিং (সানেম) আয়োজিত সপ্তম সানেম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলন ২০২৪-এর প্রথম দিন গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত অধিবেশনে, গেøাবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (জিডিএন) এর প্রেসিডেন্ট, অধ্যাপক জ্যঁ লুই আরক্যঁ সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করেন। অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। অধিবেশনটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।
অধ্যাপক আরক্যঁ তার মূল বক্তব্যে উন্নয়ন অর্থনীতিতে রাতের আলোর (এনটিএল) ব্যবহার এবং প্রভাব চিত্রায়ন করেছেন। তার মতে এটির অর্থনৈতিক প্রভাব রয়েছে। আলোর ব্যবহার অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরে। তিনি বলেন, এনটিএল দুর্গম্য এলাকায়, বিশেষ করে সংঘাত প্রবণ দেশ এবং পরিসংখ্যানগত অবকাঠামোর দিক দিয়ে দুর্বল দেশগুলিতে কাজ করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। উদাহরণ দিয়ে তিনি ফিলিস্তিনের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, যুদ্ধ বিদ্ধস্থ গাজা শহরের বেশিরভাগ অঞ্চল এখন অন্ধকারাচ্ছন্ন। কিন্তু রাতের আলো ম্যপিংয়ের মাধ্যমে কোথায় অর্থনৈতিক কর্মকান্ড রয়েছে তার ধারণা পাওয়া যায়। গাজায় মানুষের গৃহস্থলি ব্যয় ও এই আলোর ব্যবহার নিয়ে গবেষণায় দেখা যায়, এক সপ্তাহের যুদ্ধ বিরতির প্রভাবে এই রাতের আলো ব্যবহারে উন্নতি হয়েছে।
অধ্যাপক আরক্যঁ একজন কানাডীয় অর্থনীতিবিদ এবং জেনেভায় অবস্থিত গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের অর্থনীতির অধ্যাপক, সেই সঙ্গে রাবাতে অবস্থিত ইউনিভার্সিটিসি মোহাম্মদ ভিআই পলিটেকনিক এর একজন সহযোগী অধ্যাপক। অধ্যাপক আরক্যঁ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) থেকে অর্থনীতিতে পিএইচডি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং সোয়ার্থমোর কলেজ থেকে বিএ (উচ্চ সম্মান) সম্পন্ন করেছেন। তিনি ২০২৩ সালের জানুয়ারিতে গেøাবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সভাপতি মনোনীত হন। অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি মন্তব্য করেন, বাংলাদেশে রাতের আলো (এনটিএল) জিডিপি বৃদ্ধির ইঙ্গিত দিলেও, গণনার ক্ষেত্রে এটি একমাত্রিক ফলাফল দেয় না। কারণ, আমরা যদি জলাভূমি এবং বনের ক্ষতি বিবেচনা করি, তাহলে এটি আমাদের দেশের জন্য অনুকূল নয় এমন একটি চিত্র উপস্থাপন করে। আমরা সুন্দরবন এলাকা রক্ষার চেষ্টা করছি, কিন্তু সেই এলাকাগুলোতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে আলো বৃদ্ধি পেয়েছে। সুন্দরবনের চারপাশে আলোকিত এলাকার বৃদ্ধি পর্যবেক্ষণ করে বনটি কীভাবে সংকুচিত হচ্ছে তা আমরা বুঝতে পারি। তিন দিনব্যাপী সপ্তম সানেম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলন ২০২৪-এর মূল বিষয়বস্তু ‘নিউ ফ্রন্টটিয়ার ইন ডেভেলপমেন্ট এন্ড ইমার্জিং ডায়নামিকস’। এই আয়োজন সহযোগী হিসেবে আছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ