চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে চাঁপাইনবাগঞ্জ পৌরসভার বটতলাহাট মালোপাড়া এলাকায় রাস্তাপারাপারের সময় বালুবাহী ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান, খায়রুন নেসা (৬৫) নামে এক নারী।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সড়কের শিবতলা মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে ৮ বছর বয়সী রাফি নামে এক শিশু গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিন্টু রহমান জানান, পৃথক সড়ক দূর্ঘটনায় দুজনের মুত্যুও ঘটনায় পুলিশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।