ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার গৃহকর্মীর ভবন থেকে মৃত্যুর পর তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার তদন্তে এখনো বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন। এটির রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীর শাহজাহানপুরে একটি বাড়ির ছাদ থেকে পড়ে আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। ওই ভবনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) তরিকুল ইসলামের বাসায় ১৬ মাস ধরে গৃহকর্মীর কাজ করতেন তিনি।
ওই ভবনের একাধিক ফ্লাটের বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গত সপ্তাহে আরো একবার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার মনোভাবের কথা জানিয়েছিলেন ওই গৃহকর্মী। এর কারণ হিসেবে, তাকে মাঝেমধ্যে নির্যাতন করা হয় এবং ঘাড়ের নিচে নখের আচড়ের দাগও দেখিয়েছিলেন বলে দাবি করেছেন এক বাসিন্দা। তখন ওই বাসিন্দা আনোয়ারা বেগমকে কাজ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিলে, আনোয়ারা জানান, একবার চলে গিয়েছিলেন। আবার আসতে হয়েছে। একপর্যায়ে আনোয়ারা বলেন, এই ছাদ থেকে পড়লে নিশ্চিত মৃত্যু হবে তো? ভবনের বাসিন্দাদের কাছ জানা গেছে, মাঝেমধ্যেই নির্যাতন করা হতো ওই গৃহকর্মীকে।
শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজিত কুমার সাহা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি খবর পান, ভবনের ছাদ থেকে পড়ে গেছে এক গৃহকর্মী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, আনোয়ারার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মৌহার্দ গ্রামে। পিতার নাম মৃত কমল মিয়া। স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে তার।
ওসি জানান, শাহজাহানপুর থানাধীন মালিবাগ পকেট গেইট ১৭৭/১৭৮ নম্বর মাধবীলতা ভবনে ডিবির মিরপুর বিভাগের এসি তরিকুল ইসলামের বাসায় কাজ করতেন। তিনি (এসি) একটি অভিযানে ঢাকার বাইরে রয়েছেন। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, গৃহকর্মী আনোয়ারা ছাদের কার্নিশ দিয়ে একা একা হাটছিলেন। তখন ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তদন্তে সেটি বেড়িয়ে আসবে।