spot_img

চট্টগ্রামে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

নগরীতে ডিবি পুলিশ পরিচয়ে নাছিমা বেগম রতœা নামে এক ব্যক্তির কাছে টাকা দাবি করলে টাকা দিতে না চাইলে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় উঠিয়ে নেওয়ার চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. ইমন হোসেন মুন্না (৩৫) ও মো. আরাফাত (২২)
বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, গত সোমবার বিকেলে নাছিমা বেগম রতœার বাসায় গিয়ে মো. ইমন হোসেন মুন্না নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়।
রতœা মাদক ব্যবসা করে বলে ১০ হাজার টাকা দাবি করেন মুন্না। টাকা না দিলে রতœাকে তার সঙ্গে যেতে হবে। রতœা টাকা দিতে না চাইলে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় উঠিয়ে নেওয়ার চেষ্টাকালে রতœার প্রতিবেশী ময়না বেগম অভিযুক্তদের নিকট পুলিশের আইডি কার্ড দেখাতে বলেন। আইডি কার্ড না দেখিয়ে রতœাকে টানা হেঁচড়া করে সিএনজি অটোরিকশায় তোলার চেষ্টা করে তারা।
তিনি আরও বলেন, রতœার চিৎকারে স্থানীয় বাসিন্দরা ঐ দুইজনকে আটক করার চেষ্টা করে। এ সময় একজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করে। মোবাইল ফোনে অভিযুক্ত ইমনের পুলিশের পোশাক পরিহিত ছবি পাওয়া যায়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ