spot_img

বরিশালের গৌরনদীতে বোমা বিস্ফোরণে পুলিশসহ আহত তিন জন

বরিশালের গৌরনদীতে বোমা বিস্ফোরণে পুলিশসহ ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড় ১০ টার দিকে গৌরনদী পৌর এলাকার কসবা ইসলামিক মিশন সংলগ্ন এলাকায় বিস্ফোরন ঘটে। আহতরা হলেন- গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন, কনস্টবল মিজানুর রহমান ও স্থানীয় বাসিন্দা মাসুম হাওলাদার।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ঐ গ্রামের মৃত রাজু হাওলাদারের বাথরুমের মধ্যে সোমবার দিবাগত রাতে বোমা রেখে তালাবদ্ধ করে রাখে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা। মঙ্গলবার সকালে বাথরুম তালাবদ্ধ দেখে তালা ভাঙ্গেন রাজু হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার। পরে তিনি ব্যাগ ও একটি বালতির মধ্যে ১০/১২ টি বোমা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন ও কনস্টবল মিজানুর রহমান ঘটনাস্থলে ছুঁটে যান। পরবর্তীতে বালতির মধ্যে থাকা বোমা উদ্ধারের সময় আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে এসআই কামাল হোসেন, কনস্টবল মিজানুর রহমান ও স্থানীয় মাসুম হাওলাদার গুরুত্বর আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই থানা পুলিশের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ