spot_img

জাবিতে দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণকাÐে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মত নতুন প্রশাসনিক ভবন ‘প্রতীকী অবরোধ’ করেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে ‘নিপীড়ন বিরোধী মঞ্চের’ ব্যানারে অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে বেলা ১১টায় অবরোধ তুলে নেন শিক্ষক-শিক্ষার্থীরা।
অবরোধ চলাকালে নতুন প্রশাসনিক ভবনে কর্মকর্তাদের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ন‚রুল আলমসহ প্রশাসনের কর্তাব্যক্তিদেরও দেখা যায়নি। এর আগে, গত সোমবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত নতুন প্রশাসনিক ভবন প্রতীকী অবরোধ চলে।
অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী হাসিব জামানের সঞ্চালনায় নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের শিক্ষার্থী কনোজ কান্তি রায় বলেন, ‘ক্যাম্পাসে একজন বৈধ শিক্ষার্থী থাকার জায়গা পায় না, পড়া লেখার জন্য টেবিল চেয়ার পায় না। অন্যদিকে কিছু অবৈধ শিক্ষার্থী ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ছত্রছায়ায় থেকে তাদের সাথে লেজুড়বৃত্তি করে হলে থাকছে। যার ফলে বৈধ শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় মাদকমুক্ত করতে হবে, যারা অছাত্র রয়েছে তাদেরকে সরিয়ে দিতে হবে। প্রশাসন আমাদেরকে বলেছিল, পাঁচ কর্মদিবসে অছাত্রদের বের করে দেবে। কিন্তু তারা সেটা পারেনি। প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে ঢাকায় দ্বারে দ্বারে ঘুরছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রশাসন দেখা করেছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী কি করবে? তার কাছে গিয়েছিলেন নিশ্চয় ক্যাম্পাসে পুলিশের সহায়তা নিয়ে তল্লাশি করার জন্য। কিন্তু পুলিশ এখানে কি সহায়তা করবে তারা কি বহিরাগত অছাত্রদের চেনে? এখানে হল প্রশাসন যদি কাজ করে তাহলে কিন্তু সমাধান হয়। কিন্তু তারা কেউ কাজ করছেন না।’
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলী, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আমেনা ইসলাম, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, ভ‚গোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম প্রমুখ।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে ব্যঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে গণজমায়েত ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ^বিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। পরে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সঙ্গে সাক্ষাৎ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ