দীর্ঘদিন শান্ত থাকার পর আবারো খুলনা বিভাগে অপরাধমূলক তৎপরতা বেড়েছে। নারী ধর্ষণ, চুরি, মাদক বিক্রি, চাদাঁবাজি, জুয়ার ভাগবাটোয়ারা, অস্ত্র ব্যবসা নিয়ে বিরোধের কারণে হত্যাকাÐসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাÐ সংগঠিত হচ্ছে। এমনকি পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ সন্তানকে নির্মমভাবে হত্যা করার পর মমতাময়ী মাও আত্মহত্যা করছেন।
সমাজ বিশ্লেষকরা বলছেন, পুলিশের নজরদারির অভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। গ্রæপ করে উঠতি বয়সী তরুণরা অপরাধে যুক্ত হচ্ছে। এর পেছনে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও রাজনৈতিক মদদ কাজ করছে। এছাড়া নৈতিক অবক্ষয়ের কারণেও তরুণ-তরুণীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাÐে জড়িয়ে পড়ছে।
সম্প্রতি খুলনা বিভাগে খুন-ধর্ষণসহ চাঞ্চল্যকর বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনা ঘটেছে। এরমধ্যে গত সোমবার ভোর রাতে খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে এক মধ্যবয়সী গৃহবধূর চোখ-মুখে সুপারগøু দিয়ে ও মুখে টেপ লাগিয়ে ধর্ষণ ও শারীরিকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। এর আগে মই দিয়ে বাড়ির ছাদে উঠে সিঁড়ির দরজা শাবল দিয়ে ভেঙে ঘরে প্রবেশ করে চোরবেশী দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হবে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, ধর্ষণের শিকার গৃহবধূর দুই সন্তান পড়ালেখার কারণে বাড়িতে ছিল না। স্বামী ব্যবসার কাজে বাইরে থাকায় তিনি বাড়িতে একা ছিলেন। ধর্ষণের সময় তার শারীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। পরে একজোড়া স্বর্ণের কানের দুল ও বাড়িতে রক্ষিত আনুমানিক ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গত ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ্ কলেজের সামনে সন্ত্রাসীদের গুলিতে শেখ মো. সাদেকুর রহমান রানা ওরফে বিহারী রানা নামে এক যুবক নিহত হয়। নিহত বিহারী রানার বিরুদ্ধে পৃথক দুটি থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই ও মাদকের ৬টি মামলা রয়েছে। মাদক ব্যবসা ও এলাকার কর্তৃত্ব নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সে শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেনেড বাবুর একান্ত সহযোগী ছিল বলে জানা গেছে।
গত ৬ জানুয়ারি নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রাম থেকে আবুল কালাম আজাদ নামে এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার আসামিরা পুলিশকে জানায়, গত ৫ জানুয়ারি নগরীর রূপসা ঘাট থেকে আজাদের ইজিবাইক রিজার্ভ করে মশিয়ালি নামক স্থানে নিয়ে যায়। সেখানে পৌঁছে তারা ইজিবাইক চালক আবুল কালাম আজাদকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে অন্ধকারের ভেতর নিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তার হাত-পা বেঁধে লাশ সরিষা খেতে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। গত ১৩ জানুয়ারি ভোর রাতে নগরীর আড়ংঘাটা থানার বরইতলা ফকিরপাড়া এলাকার একটি বাড়িতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এনায়েত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পুলিশ বিদ্যুতের তার কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
গত রবিবার রাতে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে মুরাদ হোসেন নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মুরাদ নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এর আগের দিন শনিবার সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর রেলস্টেশন এলাকায় জুম্মান নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশের ধারণা পূর্বশত্রæতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে।
গত ২ ফেব্রæয়ারি দিবাগত রাত ২টা থেকে শুরু করে পরের দিন সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পদ্মা নদীর চর থেকে মিলন হোসেন নামে এক যুবকের ৮ খÐ লাশ উদ্ধার করে পুলিশ। নির্মম এ হত্যাকাÐের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছাত্রলীগ নেতা সজিব আহমেদসহ চার যুবককে গ্রেফতার করে। গ্রেফতার ছাত্রলীগ নেতা সজিব আহমেদ কুষ্টিয়া শহরে এক দশক ধরে কিশোর গ্যাং তাÐবের মূলহোতা ও হত্যাকাÐসহ নানা অপরাধে কুষ্টিয়া মডেল থানার প্রায় ডজনাধিক মামলার আসামি।
গত ১ ফেব্রæয়ারি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাকুড়াডাঙ্গা গ্রামে লাল্টু মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুই প্রতিবেশী। স্থানীয়রা জানান, গত বছর পরকীয়া করে ভাবিকে নিয়ে পালিয়ে বিয়ে করেন লাল্টু। এ নিয়ে পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে তার বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়। ১৩ জানুয়ারি যশোর শহরের খড়কিতে সৎমায়ের নির্যাতনে আয়শা খাতুন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘটে। ওই দিন দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। আয়শার বাবা পিন্টু মিয়া পেশায় একজন রং মিস্ত্রি। কাজের জন্য প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে যান তিনি। বাবার অনুপস্থিতিতে চারদিন ধরে আয়শাকে মারধরসহ শারীরিক নির্যাতন করেন তার সৎমা পারভীন সুলতানা। ১৩ জানুয়ারিও আয়শাকে মারধর করেন তার সৎমা। মারধরে অজ্ঞান হয়ে যায় শিশু আয়শা।
বেনাপোল সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ মারুফ হোসেন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে যশোর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। গত ৭ ফেব্রæয়ারি বিকেলে বেনাপোল পোর্ট থানার বারোপুতার কৃষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া গত ৪ ফেব্রæয়ারি বেনাপোল সীমান্ত এলাকার পুটখালী থেকে দুটি দেশীয় ওয়ান শ্যুটার গানসহ রুবেল হোসেন ও ইয়াসিন আলী নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে র্যাব।
বেনাপোল কাস্টমস ইমিগ্রেশনে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলারসহ নাসরিন আক্তার নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা। গত ৩০ জানুয়ারি দুপুরে বেনাপোল কাস্টমস ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। আটক পাসপোর্টধারী যাত্রী কুষ্টিয়া জেলার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। এছাড়া ২৯ জানুয়ারি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীর পায়ুপথ থেকে ২৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ মেহেদী হাসান নামে এক যুবককে আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা।
গত সোমবার মাগুরা শহরের হরিশ দত্ত সড়কের একটি মার্কেটের তিনটি সোনার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সকালে দুর্বৃত্তরা ওই মার্কেটের নিচতলায় ঢুকে সোহানা জুয়েলার্স, নিউ রেবা জুয়েলার্স ও সুমন জুয়েলার্সের সাটার ভেঙে ভেতরে ঢুকে সোনার গহনা চুরি করে নিয়ে যায়। পাশের মার্কেটের সাহা স্টোরের সিসিটিভি ফুটেজে চারজনকে সকাল ৭টার দিকে একটি বস্তা ও ব্যাগ হাতে ওই মার্কেটে দেখা গেছে। যা থেকে ধারণা করা হচ্ছে, সকালের দিকে এ চুরির ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রকে বিবস্ত্র করে রাতভর র্যাগিংয়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। গত ৭ ফেব্রæয়ারি রাতে বিশ^বিদ্যালয়ের লালন শাহ হলের গণরুমের ১৩৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
শুধু হত্যাকাÐ বা অস্ত্রবাজিই নয়, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মত গুরুতর অপরাধেও মত ঘটনা বেড়ে চলেছে। এসব অপরাধের ঘটনায় জনপ্রতিনিধিরাও জড়িয়ে পড়ছেন। গত ১১ জানুয়ারি রাতে এক তরুণী ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হন। এর পরের দিন বিকাল সাড়ে ৫টায় তাকে ছাড়পত্র দেওয়া হলে হাসপাতালের ওসিসির সামনে থেকে ফিল্মি স্টাইলে ওই তরুণী ও তার মাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের চেয়ারম্যান এজাজের চাচাতো ভাই গাজী তৌহিদ্জ্জুামানকে আটক করে পুলিশে দেয়। তবে, তুলে নেওয়ার প্রায় ৬ ঘণ্টা পর সেই মাইক্রোবাসে করেই নগরীর সোনাডাঙ্গা থানায় হাজির হন ধর্ষণের অভিযোগ করা সেই তরুণী ও তার মা। পুলিশের জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের কাছে ওই তরুণী দাবি করেন, তাকে ধর্ষণ বা অপহরণ করা হয়নি। কোনো অভিযোগ না থাকায়, পুলিশ আটককৃতদের ছেড়ে দেয়। অপহরণের শিকার ওই তরুণী এ ঘটনার একদিন আগে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অনেক দিন ধরে ধর্ষণ করা হয়েছে বলে জানান তিনি। গত ২ ফেব্রæয়ারি দুপুরে সুজাতা মÐল ও রাতে সীমা খাতুন নামে খুলনার এশিয়ান নার্সিং কলেজের দুই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তারা দুজনই নগরীর শেখপাড়া এলাকার পৃথক দুটি বাড়িতে ভাড়া থাকতেন। গত ২৭ জানুয়ারি সকালে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে ডলি বেগম নামে এক গৃহবধূ তার ছয় বছর বয়সী মেয়ে ফাতেমা ও সাত মাস বয়সী ছেলে ওমরকে বালিশ চাপা দিয়ে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের কারণে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।
বাগেরহাটের ফকিরহাটে দুই তরুণীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগে গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় মো. শাকিল সরদার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে নির্যাতিতা ঐ তরুণী বাদী হয়ে ফকিরহাট থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। এছাড়া গত ১৯ জানুয়ারি একই উপজেলায় এক কিশোরীর গোসলের ভিডিও ধারণ করে ২ লাখ টাকা চাঁদা দাবির করায় ওহিদ মোড়ল নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
খুলনা বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তানভীর আহমেদ সোহেল বলেন, আমাদের পারিবারিক অনুশাসন কমে যাওয়ার পাশাপাশি সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। উঠতি বয়স্কদের মধ্যে গ্যাং কালচার বেড়ে গেছে। খেলাধূলার মাঠ কমে যাওয়ায় সুস্থ বিনোদনের অভাবে তরুণরা অপরাধে জড়িত হওয়ারও বড় একটা কারণ। এজন্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এ ব্যাপারগুলো দেখছে। তারপরও তাদেরকে এ ব্যাপারে আরেকটু কঠোর ভ‚মিকা পালন করতে হবে।
খুলনা মহানগরীতে অপরাধবৃদ্ধির ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, অপরাধপ্রবণতা দুই ধরনের হতে পারে। আত্মহত্যার ব্যাপারটি সাইকোলজিক্যাল ব্যাপার। এটা অনেক গবেষণার বিষয়। তবে খুন, ধর্ষণ অবশ্যই অপরাধ। মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা ঘটলে আমরা ব্যবস্থা নেই। তবে এ ব্যাপারে সামাজিক দায়বদ্ধতা আছে। আমাদের সন্তানরা কে কোথায় থাকে, কী করে, তারা মাদকাসক্ত কিনা এ ব্যাপারে নজর রাখতে হবে। যাদের গ্রেফতার করছি দেখা যাচ্ছে তাদের অধিকাংশই মাদকাসক্ত। মাদকাসক্ত মানেই তো হিতায়িত জ্ঞান থাকে না। আমাদের মাদকবিরোধী অভিযান চলছে। কিন্তু আমাদের অভিভাবকদের সচেতন থাকতে হবে-তাদের সন্তানেরা বিপথে চলে যাচ্ছে কিনা। তাদের সন্তানদের প্রটেক্ট করতে হবে। আবার সামাজিকভাবেও প্রতিরোধ করতে হবে। খেলার মাঠ ও চিত্তবিনোদনের ব্যবস্থা করা গেলে অপরাধপ্রবণতা কমে যাবে। পাশাপশি অভিভাবদেরকে সন্তানদের সময় দিতে হবে। মনোযোগসহ তাদের কথা শুনতে হবে।
এ ব্যাপারে খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মো. নিজামুল হক মোল্যা বলেন, আমাদের কঠোর পুলিশি পদক্ষেপ রয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীকে সদা তৎপর থাকতে বলা হয়েছে-কোথাও যেন অপরাধ সংগঠিত না হতে পারে। তারজন্য আমাদের দৃঢ় অবস্থান আগের মতোই আছে। অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে আমার দৃঢ় প্রতিজ্ঞ।