নগরীর নিউমার্কেট এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উচ্ছেদ অভিযান তদারকিকালে হকারদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘঠেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ থেকে ১২ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। সংঘর্ষের সময় জনমনে আতংকের সৃষ্টি হয়। চসিকের বেশ কিছু যানবাহন ভাংচুরকালে বেশ কয়েকজন আহত হন।
গতকাল সোমবার বিকালে নগরীর নিউমার্কেট মোড় থেকে ফলমÐি পর্যন্ত হকারদের পুনর্দখল ঠেকাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অভিযানে ব্যবহৃত চসিকের বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। আহত হন চসিক কর্মী ও পুলিশ সদস্য। ঘটনার সময় হকাররা বিক্ষোভ মিছিলও বের করে।
জানা গেছে এই অভিযানে চসিক কর্মকর্তাদের মধ্যে নেতৃত্ব দেন চসিকের চৈতী সর্ববিদ্যা, শাহরিন ফেরদৌসী, আরাফাত রহমান সানি।
চসিক কর্মকর্তারা জানান, চসিকের অভিযানে হকাররা বাধা দিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০/১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। চসিকের ৪/৫টি গাড়ি ভাংচুর করা হয়েছে।
সরকারি কাজে বাধা দেয়ায় মামলা দায়ের করা হচ্ছে।
সিএমপির এডিশনাল কমিশনার আবদুল মান্নান মিয়া সাংবাদিকদের জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনে। ম্যাজিস্ট্রেটের নির্দেশে ফাঁকা গুলি বর্ষণ করা হয়। ঘটনার সময় ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সভাপতি নূরুল আলম লেদু সাংবাদিকদের জানান , হকাররা নিরাপদ দূরত্বে বসেছিলো। চসিকের লোকজন হকারদের মারধর করছিলো। ম্যাজিস্ট্রেট জরিমানা করেছে কয়েকজনকে। কারাদÐও দিয়েছে। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করছিলাম। তখন ওঁৎপেতে থাকা বহিরাগতরা পুলিশের দিকে ইট পাটকেল মেরেছে। তারা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশের আক্রমণে হকাররা ছত্রভঙ্গ হয়ে যায় । এসময় কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা সাজানো হবে এবং আমাদের গ্রেফতার করা হবে বলেও আশঙ্কা করছি।