আরো ১৩৯ বাংলাদেশি
লিবিয়া থেকে আরো ১৩৯ জন অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরেছেন। ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় লিবিয়ার বেনগাজি শহরের বিভিন্ন স্থানে আটক থাকা এই বাংলাদেশিদের ফেরত আনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে ১৩৯ জন বাংলাদেশি দেশে ফেরেন। এ নিয়ে ২০২৩ সালের জুলাই থেকে এ পর্যন্ত মোট ১২৪৫ জন বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি নাগরিকদের অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (কল্যাণ) মোস্তফা জামিল খান ফিরে আসা অভিবাসীদের খোঁজখবর নেন।