spot_img

গ্যাস সঙ্কট কাটাতে উদ্যোগনেওয়া হয়েছে: সালমান এফ রহমান

গ্যাস সঙ্কট কাটাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তবে বর্তমান পরিস্থিতিতে গ্যাস আমদানি করা ছাড়া আর বিকল্প নেই। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দেশের বর্তমান গ্যাস সরবরাহ সংকট পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবি দাওয়ার ব্যাপারে সালমান এফ রহমান বলেন, দেশীয় গ্যাসের উত্তোলন কমে যাওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে গ্যাস আমদানি করা ছাড়া আর বিকল্প নেই উল্লেখ করে সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি। ব্যবসায়ীদের আশ্বস্ত করে তিনি বলেন, খুব শিগগিরই গ্যাস সঙ্কট কেটে যাবে, সরবরাহ ব্যবস্থার উন্নতির জন্য জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বিদেশ থেকে এলএনজি গ্যাসবাহী জাহাজ আসতে শুরু করেছে।
দেশের নিজস্ব উৎপাদিত গ্যাসকে অতীতে অনেকটা পানির দামে বিক্রি করা হয়েছে উল্লেখ করে এই নীতির সমালোচনা করেন সালমান এফ রহমান। তিনি বলেন, এখনও সরকারের দেওয়া ভর্তুকির কারণে বিশ্বের অনেক দেশের থেকে বাংলাদেশে গ্যাসসহ অন্যান্য জ্বালানির দাম অনেক কম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী। এসময় তারা রপ্তানি ভর্তুকি কমানোর বিষয়ে সমালোচনা করেন। মোহাম্মদ হাতেম বলেন, আমরা শুনেছিলাম নগদ সহায়তা কমানো হবে। কিন্তু এভাবে প্রত্যাহার করা হবে সেটা ভাবিনি। এটা এক ধরনের প্রতারণার সামিল বলেও তিনি মন্তব্য করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ